‘গুনিন’ ছবি থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০২:৫৮ পিএম
 ‘গুনিন’ ছবি থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘গুনিন’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। কিছুদিন আগে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে এবার ছবিটি থেকে সরে দাঁড়ালেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, “গিয়াস ভাইয়ের সিনেমায় আমার অভিনয়ের খুব ইচ্ছা ছিল। ভেবেছিলাম কাজটি করতে পারব। কিন্তু শিডিউল মেলাতে না পারায় বাধ্য হয়ে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি। তবে আমি মনে করি আমার পরিবর্তে যিনি অভিনয় করবেন তিনি ভালো করবেন।”

এদিকে গিয়াসউদ্দিন সেলিম বলেন, “চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু শিডিউল না মিললে সিনেমায় এ রকম হতেই পারে। শিডিউল মিলছে না। দুই পক্ষের সম্মতিতেই এটা হয়েছে অন্য কোনো কিছু না। শিডিউলটা আমরা যে টাইমটায় করব। অনেক লোকজন, অনেক অভিনয় শিল্পী থাকে। সব মিলিয়েই শিডিউলটা মেলাতে হয়। ওর সাথে ওইটা মিলছে না বলেই কাজটা হচ্ছে না।”

কাথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য এ ওয়েব চলচ্চিত্রে আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, শরীফুল রাজসহ আরও কয়েকজন শিল্পীর অভিনয়ের কথা রয়েছে।

Link copied!